“বিষাদের পাহাড় জমেছে এ মনে
সে পাহাড়ে ক্লেশের ধারা ঝরছে ক্ষণে ক্ষণে
দু’চোখে দেখা স্বপ্ন গুলোও আজ হয়ে গেছে ঝাপসা
একদিন মনের পাহাড়ের এ ক্লেশের ধারাটাও ক্ষীণ হয়ে আসবে ,
বিষাদের পাহাড়টাও ধীরে ধীরে রুক্ষ মরুভূমির মতো হয়ে যাবে।
সেদিন মায়াবী এ চোখ দু’টো থেকে ছড়াবে না আর কোন আভা,
ঝরবে শুধু ঘৃণা আর ক্রোধের জ্বলন্ত উত্তপ্ত রক্তিম লাভা।”
amazing