মর্মর ধ্বনি সঙ্গীত

প্রতিদিন এ ভুবন আলোকিত করছে
কত রঙিন আলোর বাতি,
নতুন করে জন্ম হচ্ছে কত নক্ষত্রের,
কত অস্তিত্বের ভেলা ডুবে যাচ্ছে অতল সমুদ্রে,
প্রতি মূহুর্তে কত জীবন প্রদীপ নিভে যায়।

জীবন নক্ষত্রের হচ্ছে ক্ষয়
একদিন হঠাৎ উল্কাপাতে
উল্কার মতো খসে যাবে এ হৃদয়।
রঙিন পাতার সাথে মিতালী গড়ে উঠার আগে,
ঝরা পাতার মতো
একদিন চিরতরে ঝরে যাব।

কাক ডাকা ভোরে,
হিমেল হাওয়া আসবে
ঝিরিঝিরি হীম শীতল বাতাস নিয়ে
ঝরা পাতাকে শেষ বিদায় জানাতে
শেষ স্মৃতি হিসেবে দিয়ে যাবে
শিশিরের বিন্দু বিন্দু জল,
তপ্ত দুপুরে,রৌদ্রের প্রখরতায়
শিশির বিন্দু শুকিয়ে
ঝরা পাতা হয়ে যাবে ঝরঝরে বিবর্ণ,
তখন কেউ কেউ এসে ঝরা পাতাকে মাড়িয়ে যাবে
মর্মর ধ্বনির সঙ্গীত শোনার জন্য,
কেউ জানবে না, এ মর্মর ধ্বনি সঙ্গীত ছিল না,
এ ছিল ঝরা পাতার কান্না।

আমার আরও কিছু লেখা

Recent Post