রাসেল ভাইপার সাপ

আজ আমরা জানব,প্রায় একই রকম দেখতে ৩ প্রজাতির সাপ সম্পর্কে। অনেকেই এই ৩ টি সাপ কে একই মনে করে গুলিয়ে ফেলেন,যার কারনে ভুল আইডি দিয়ে থাকেন।সাপ ৩ টি একই দেখতে মনে হলেও কিন্তু তারা একই নয়,শারীরিক আকার,বিষের ধরন দিয়েও পার্থক্য রয়েছে।সাপ ৩ টি হলো👇- রাসেল’স স্যান্ড বোয়া(তুতুর)-রাসেল’স ভাইপার-বার্মিজ অজগর🟢রাসেল’স স্যান্ড বোয়া:-রাসেল’স স্যান্ড বোয়া সম্পূর্ণ নির্বিষ,শান্ত,অলস একটি সাপ।যা মানুষের জন্য একদমই ক্ষতিকর নয়৷ এর লেজটা ভোঁতা। দূর থেকে দেখলে এদের দুটো মাথা মনে হয়৷ শরীরে ছোপ থাকলেও তা সম্পূর্ণ গোলাকার বা,ডিম্বাকার হয় না,এদের রঙ খয়েরী। এটি বাংলাদেশের অতি দুর্লভ একটা সাপ৷ তবে সাপুড়েদের কাছে এদেরকে অনেক দেখা যায়, নির্বিষ এবং সাইজে ছোট হওয়া সহজেই বহন করে। আর লেজের ভোঁতা অংশকে ২য় মাথা বলে প্রচার করে।🔴রাসেল’স ভাইপার:- এটি রাসেল’স স্যান্ড বোয়ার মতো দেখতে মনে হলেও কার্যকলাপ একেবারে ভিন্ন,এটি ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময়ে শিকার কে কামড় দিতে সক্ষম,এটি এক কামড়ে ৪৫-৬০ মি.গ্রাম বিষ প্রয়োগ করতে পারে যেখানে ৪২ মি.গ্রাম বিষ শিকার কে মারার জন্য যথেষ্ট। রাসেল’স ভাইপারের মাথা ডায়মন্ড শেপ৷ লেজ অন্যান্য সাপের মতো স্বাভাবিক আকৃতির৷ শরীরে ডিমের মতো গোল গোল প্যাটার্ন আছে,এবং রঙ হালকা বাদামি রঙের।রাসেল’স মূলত উত্তরাঞ্চল , বিশেষ করে রাজশাহী বিভাগে পাওয়া যায়🟡অজগর:- অন্যদিকে এটি বিশালদেহী নির্বিষ সাপ,নির্বিষ হলেও এটি প্রচন্ড শক্তিশালী, শিকারকে লক্ষ করে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে,এর কামড় হাঁড়ে ক্ষত সৃষ্টি করার জন্য যথেষ্ট। বোয়া এবং ভাইপারের তুলনায় অজগর বড়,এর মাথা অন্যান্য সাপের তুলনায় বড় আকৃতির,এছাড়া বডি প্যাটার্ন ও আলাদা।পাহাড়ি অঞ্চল ,যেমন – চট্টগ্রাম ,পার্বত্য চট্টগ্রাম ,সিলেট,সুন্দরবনে অজগর পাওয়া যায়এই সব যায়গায় রাসেল’স বা বোয়া নেই।দেখতে মোটেও এক নয়,একটু ভালভাবে দেখলেই বুঝতে পারবেন।তাছাড়া আকার,সাইজ দেখেও আন্দাজ করা যাবে সহজে,এবং লোকেশান দিয়ে সহজেই আলাদা করা যাবে

তথ্যসূত্র: Snake rescue team

Related Blogs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *