২২-০২-২০২২ আজকের তারিখের মতো তারিখ হয়তো আমাদের জীবদ্দশায় হয়তো আর আসবেনা!

২২-০২-২০২২

আজকের তারিখের মতো তারিখ হয়তো আমাদের জীবদ্দশায় হয়তো আর আসবেনা!
আজকের তারিখটা একটি রাডার (RADAR) নাম্বার।
রাডার নাম্বার হল যা বাম থেকে ডানে পড়লে বা ডান থেকে বামে পড়লে একি থাকে।
নোট সংগ্রহের জন্য রাডার নাম্বারের নোট খুবই আকর্ষণীয়।

আবার এটাকে প্যালিনড্রোম সংখ্যাও বলে।প্যালিনড্রোম একটা ইংরেজি শব্দ, এসেছে গ্রিক palin+dromos থেকে, যার মানে ‘উল্টো দিকে দৌড়ানো’। বাংলায় একে বলা যেতে পারে উভমুখীসম কিংবা ক্রমজিৎ। প্যালিনড্রোম হল এমন কিছু বিশেষ শব্দ বা সংখ্যা যা বাম থেকে ডানে পড়লে বা ডান থেকে বামে পড়লে একি থাকে। উচ্চারণ আর অর্থের কোন বদল হয় না। যেমন – নয়ন,তফাত,মলম,জলজ,মামা, কাকা,চাচা,নানা,দাদা ইত্যাদি।

বাংলা প্যালিনড্রোম কিছু কবিতা –

কথা থাক;
থাক কবি রবির কথা;
কাক কাঁদে কাক কাঁ;
চেনা সে ছেলে বলেছে সে নাচে;
তাল বনে নেব লতা;
মার কথা থাক রমা;
রমা তো মামা তোমার;
চার সের চা;
বেনে তেল সলতে নেবে;
ক্ষীর রস সর রক্ষী;
কেবল ভুল বকে;
দাস কোথা থাকো সদা?
নিমাই খসে সেখ ইমানি;
থাক রবি কবির কথা;
বিরহে রাধা নয়ন ধারা হেরবি;
রাধা নাচে অচেনা ধারা;
রাজন্যগণ তরঙ্গরত, নগণ্য জরা;
রেখ শিক্ষা দীপ্ত প্রাণে,প্রাপ্ত দীক্ষা শিখরে।

22-02-2022
ভালো করে তাকিয়ে দেখুন, তারিখটা একই সঙ্গে প্যালিনড্রোমিক ( ডানদিক থেকে পড়লেও যা, বাঁদিক থেকেও তা)…. আর Ambigram ( ফোনের স্ক্রিন 180 ঘুরিয়ে দিয়ে উলটো করে পড়ুন, একই ডিজিট দেখাবে)!!

প্যালিনড্রোমিক সাল তো প্রায়ই আসে, কিন্তু প্যালিনড্রোমিক আর ambigram এর মিলিত কম্বিনেশন এই হয়তো আমাদের জীবদ্দশায় শেষবার পৃথিবীতে এলো ( আগে যদিও দু-তিনবার এসেছিলো)
28022082 সালে আরেকবার আসবে ( সম্ভবত শেষবার)

আপনাদের স্মরণীয় কিছু করার থাকলে এই তারিখে করে ফেলতে পারেন।

 

Related Blogs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *