"স্বার্থের এই দুনিয়ায় দু'দিনের ক্ষণিকের অতিথি হয়ে এসে হয়ে যাই প্রতিযোগী, করি কতো পরিকল্পনা,বুনি কতো স্বপ্ন,চলে কতো আয়োজন।অথচ মৃত্যু খুব কাছ থেকে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গুলো দেখছে,শুনছে আর নীরবে হাসছে!! "

Post Views: 1,212