আমি এক বিকলাঙ্গ শিশু , সমাজে আমারও চাওয়ার আছে কিছু। হাত,পা নেই সবার মত আমাকে নিয়ে তাই মায়ের ভাবনা যত। নেই চলাফেরা করার মতো অদম্য শক্তি, সবাই বলে তাই প্রতিবন্ধী ব্যক্তি। সমাজপতিরা রোজ টকশোতে করেন কত বিষয়ে তর্ক-যুক্তি, বলতে কি পারেন কিভাবে পাব এ অসহায়ত্ব থেকে মুক্তি?