বিকলাঙ্গ শিশু

আমি এক বিকলাঙ্গ শিশু ,
সমাজে আমারও চাওয়ার আছে কিছু।

হাত,পা নেই সবার মত
আমাকে নিয়ে তাই মায়ের ভাবনা যত।

নেই চলাফেরা করার মতো অদম্য শক্তি,
সবাই বলে তাই প্রতিবন্ধী ব্যক্তি।

সমাজপতিরা রোজ টকশোতে করেন কত বিষয়ে তর্ক-যুক্তি,
বলতে কি পারেন কিভাবে পাব এ অসহায়ত্ব থেকে মুক্তি?

মা রোজ কাঁদে আমার দিকে চেয়ে,
অন্যদের মতো কি নিয়ে গর্ব করবে সন্তানকে নিয়ে?

ঘুচাতে মায়ের দীর্ঘশ্বাস
নিজের প্রতি বাড়াই আত্মবিশ্বাস।
অসহায়ের মতো আর বাঁচতে চাই না আমি,
হতে চাই তাই সংগ্রামী।

মনে আছে জ্ঞান অর্জনের অদম্য স্পৃহা,
নতুন দিনের মানুষ হবো মোরা।

তাই নিয়েছি মোরা দীক্ষা,
নেব মানসম্মত শিক্ষা।

শিক্ষা দাও গো মোদের উদার করে,
সকল শিশুর মতোই মমতা,আদর দাও ভরে।

MyRoz
Post Views: 1,064